আনিস ফারদীনের দুটি বৃষ্টির কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ জুলাই ২০২৩

বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যা ও তুমি

কোনো এক বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যায়
তুমি স্মৃতি হয়ে সামনে দাঁড়াও অকপটে;
নীরবে মজ্জা-মগজে এঁকে দাও তোমাকে
স্মৃতির নিখুঁত আল্পনায় যেন শুধু তুমি।

মায়াবী চাহনী, মন মাতানো স্নিগ্ধ হাসি
ভেজা কদমের মৌ মৌ গন্ধে মাতোয়ারা;
বৃষ্টির টুপটাপ শব্দের মুগ্ধতায় চারপাশ
স্মৃতির সহস্র ক্যানভাসে ভাসো শুধু তুমি।

তোমার অগণন পরশ ভাবিয়ে যায় আনমনে
ব্যাকুল হৃদয়ে প্রোথিত অজস্র প্রতিচ্ছবি;
অলিন্দ-নিলয়ের মায়াবী স্মৃতির আল্পনায়
বৃষ্টিভেজা মায়াবী সন্ধ্যা যেন শুধু তুমিময়।

****

প্রতীক্ষার বৃষ্টি

অবশেষে ফিনিক্স পাখি হয়ে
বৃষ্টি এলো;
দীর্ঘ প্রতীক্ষার বৃষ্টি!

কাটফাটা রোদ্দুরে, জরাজীর্ণ নগর ভেজাতে
ভেজাতে মাঠ-ঘাট, পুষ্প, পল্লব
ভেজাতে অলিন্দ-নিলয়
ঘোচাতে হৃদয়ের বিদঘুটে দহন!

অবশেষে প্রতীক্ষার
বৃষ্টি এলো;
ধুলোমাখা মলিন পথ ভাসাতে
জনপথ সবুজে সাজাতে
ক্ষত সারাতে মলিন দেহের।

অবশেষে বৃষ্টি এলো!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।