ওয়ালিদ জামানের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০১ জুন ২০২৩

 

বদলে যাওয়ার সাত কাহন

বদলেছি, বদলে গেছি
সেটাই ছিল প্রয়োজন
দিচ্ছ কেন মিছেমিছি
বদলে যাওয়ার প্রহসন।

চলতে গিয়ে পথ ভুলেছি
দোষ কি পথের ছিল তখন
সত্যে যখন চোখ মেলেছি
মিথ্যে দেখি সব আয়োজন।

দুঃখ পুড়ে সুখ পেয়েছি
আর্তনাদের দিন যখন
বিষাদ সিন্ধু পার হয়েছি
বলছ তাকে অঘটন!

স্বপ্ন পুড়ে বীজ বুনেছি
পোষা বুকে সেই দহন
বদলে গিয়েই তো শিখেছি
বদলে যাওয়ার সাত কাহন।

****

কাজল ডাঙ্গা গাঁয়ে

জ্বলে জ্বলে ওই নিভছে জোনাক
কাজল ডাঙ্গা গাঁয়ে
আজ মেঠোপথ গল্প শোনাক
লাগুক ধুলো পায়ে।

ফুলে ফুলে ওই সুবাস ছড়াক
রাতের আঁধার লয়ে
গান গেয়ে মন হঠাৎ হারাক
উতাল হাওয়ায় বয়ে।

মেঘে মেঘে ওই বৃষ্টি ঝড়াক
আঝোর ধারা হয়ে
জমে থাকা সব দহন ফুরাক
নীল বেদনা ধুয়ে।

উড়ো উড়ো ওই সুখ না দাঁড়াক
এমন দুঃখের নায়ে
অচিন পথেই মন পা বাড়াক
ছবির মতো গাঁয়ে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।