মে দিবসের ৩টি কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০১ মে ২০২৩

সাম্রাজ্য দিয়ে দিই তাদের

দিন আসে, দিবস আসে
দিন যায় কথা তৈরি হয় না!

মে দিবস আসছে
মে দিন আসছে
মেহনতীদের নতুন বছরের শুভেচ্ছা।

শুধু অনুষ্ঠান কেন?
শুধু শুধু সমাবেশ কেন?
অট্টালিকার নির্মাতা যারা
সবুজের স্রষ্টা যারা
যাদের ঘামে প্রবাহিত শান্তির নহর
আমাদের রক্ত-মাংসের খোরাক জোগান দেন যারা
রাজার মুকুট দিয়ে দিই তাদের
রানির সাম্রাজ্য দিয়ে দিই তাদের।

****

পহেলা মে বৃষ্টি ঝরুক

পাখির গানে সুক্ষ্ণ বুনন
বাতাসে ভেসে বেড়ায়
শুকনো বুনো মাটির গন্ধ
বিচিত্র আঁকা দেহে।

ঘামের ফোঁটা লেগে আছে শরীরে
তার, অজস্র প্রাণীর,
চেপে-রাখাদের শরীরজুড়ে।

বৃষ্টি ঝরুক এই পহেলা মে থেকে
সবুজ ঘাসে আচ্ছাদিত হোক মে জুন-ডিসেম্বর-এপ্রিল...

****

অন্তর আর মুখের পার্থক্য

প্রেমের প্লাবন ঢেলে দেয় ছোট পাখি
বড় পাখিরা ব্যস্ত শিকারের খোঁজে।

ছোট পাখিরা গান গায়
আগলে রাখে সতর্কবার্তা দিয়ে দিয়ে
চোখ জুড়ায় আমাদের
মাতাল করে রাখে পুরো সাম্রাজ্য

যদিও আমরা মনেপ্রাণে চাই সুখ-ভালোবাসা
তবুও আমরা মনে রাখি শিকারীর কথা।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।