অগোচরে এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ৩১ মার্চ ২০২৩

জান্নাতুল নাঈম

অগোচরে

গল্পের মতো আমি তোমাকে সাজাই
বাক্যের মতোই কখনো কখনো থামাই
তোমাকে গল্পের মতো শেষ করতে চাই
তুমি অগোচরে গানের কথামালা হয়ে যাও
আমি গানের সুরে সুরে তালে তালে তোমাতেই হারাই।

উপন্যাসের একটি কাহিনির মতোই তোমায় থামাতে চাই
তুমি রোজ সেই কাহিনিতে আরও আসো
তাই তো উপন্যাস কবিতা হয়ে ওঠে
তুমি কবিতার মতো থামতেই চাও না
আমি কবির মতোই তোমাকে নিয়ে কবিতা রটাই।

তোমাকে ভুলতে গিয়ে যত দূরে যেতে চাই
তুমি তত আমার সম্মুখে এসে দাঁড়াও।

****

নিদারুণ

এ কী নিদারুণ যাতনা তুমি ছড়িয়ে দিলে!
তোমায় ডাকতে গেলেই কণ্ঠ থেমে আসে
তোমায় লিখতে গেলে হাত কেঁপে ওঠে
তোমার চোখে তাকাতে গিয়ে পথিকের মতো হারিয়ে যাই
ভালোবাসি বলতে গিয়ে অধিকারহীনতায় ডুবে যাই
যতই কাছে পেতে চাই,
তত দূরত্বের বেড়াজাল চারপাশ ছেয়ে যায়।

এ কী প্রত্যাশাহীনতায় ডুবিয়ে দিলে
সাঁতরে উঠে তোমার সীমানায় যেতে ভয় হয়
তোমায় ভুলে যেতে গিয়ে আরও বেশি মনে পড়ে যায়
নীরবতায় ডুবতে গিয়ে তুমি ভেসে ওঠো
তুমি আমার না হয়েও আমার গল্পে থেকে যাও
যত দূরে যাই-
ততই কথার অন্তরালের স্মৃতিরা আমার ডাকে।

****

ভালোবাসায় নেই

যেদিন থেকে তোমায় পাবো না জেনেছি
সেদিন থেকে আমার আমিকেই ভালোবাসতে শিখেছি
মুগ্ধ নয়নে দূরের পথে চেয়ে থাকা ভুলেছি
সারা দিনমান তোমায় সামনে পেয়েও দুঃখ পেতে ভুলেছি
শহরে আকস্মিক তোমায় দেখে পুরোনো কথায় ডুবতে ভুলেছি
এখন নিজেকে শুধু ভালোবাসতে জেনেছি।

যেদিন থেকে তোমার হবো না জেনেছি
সেদিন থেকে নিজের সাথেই কথা বলা শিখেছি
তুমি আমাকে ভালোবাসো, প্রত্যাশাদের ভাসিয়েছি
বিমুগ্ধতায় তোমার ছবি পানে তাকাতে ভুলেছি
সারাদিন তোমায় কাছে পেয়েও বিস্মৃতির অতলে ডুবেছি
এখন শুধু আমার আমিকে ভালোবাসতে শিখেছি।

প্রিয় সুহৃদ, তোমার মতো থেকো
আমি আর ভালোবাসায় নেই।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।