স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু এবং অন্য কবিতা

সাজেদুর আবেদীন শান্ত
সাজেদুর আবেদীন শান্ত সাজেদুর আবেদীন শান্ত , ফিচার লেখক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৬ জানুয়ারি ২০২৩

স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু

ঘুম থেকে ওঠার পর,
তোমার মুখ দেখতে ভাল্লাগে।

সবুজ পেঁয়াজের পাতায়—
সাদা শিশির বিন্দু যেমন হাসে,
তেমনি তোমাকে দেখলে
আমার হাসি পায়।

আমি হাসি চেপে রাখি—
কারণ হাসতে গেলেই
মনে পড়ে, তুমি চলে গেছো।

বেয়ারাদের কাঁধে ভর করে
ওই মণ্ডল বাড়িতে।

তুমি চলে যাওয়ার পর
আমার হাসতে মানা।

শুধু অপেক্ষা করি,
একটি স্নিগ্ধ ভোর অথবা মৃত্যুর জন্য।

****

আকাঙ্ক্ষা

তোমার ওই অনন্ত যৌবনা চোখে
তাকিয়ে যতবার মরে যাই,

ততবার মনে হয়
তুমি আমার নও
আমি তোমার নই

আমরা শুধু জৈবিক চাহিদায়
পৃথিবীতে বেঁচে থাকার ফুরসৎ নিয়ে এসেছি।

****

আষাঢ়, তুই এবং মৃত্যু

একদিন কোথাও যাবো না,
একদিন সারাদিন তোর কথা ভাববো।
একদিন কোথাও যাবো না,
একদিন তোর সাথে বৃষ্টিতে ভিজবো।

একদিন খুব ভোরে তোর সাথে হাঁটবো,
একদিন মরে যাওয়ার সময় ঈশ্বরকে বলবো
হে ঈশ্বর! আরও কিছুদিন সঙ্গ পেতে চাই তার,
সেদিন হয়তো ঈশ্বর হাসবে,
দেবে না সময়, আকুতি যাবে বিফলে
একদিন মৃত্যু চলে আসবে এমন বৃষ্টিমুখর আষাঢ়ে
একদিন মৃত্যুকে সাথে নিয়ে ছেড়ে যাবো তোকে
কারণ আষাঢ়, তুই এবং মৃত্যু ভীষণ প্রিয় আমার।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।