সর্ষে ক্ষেতের ইশারা

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৮:১০ এএম, ০৯ জানুয়ারি ২০২৩

কিউকেনহফ-হলস্ট্যাট নয়,
এসো সরিষা ক্ষেতের আলে;
যেথায় হলদে রোদ ঝলমলায়
চকে দীপ্তির ঢেউ খেলে!

বঙ্গ ললনা, শীতে অনন্যা,
হলুদ বিস্তৃত প্রান্তর!
সবুজ পাড়ে হলুদ শাড়ি
সরিষা ক্ষেত কাটে অন্তর!

ফুলে ফুলে ঢেউ খেলে
বাতাস চুমোয় নেচে!
সুনীল আকাশ ঝুঁকে সকাশ
মিতালি পাতায় যেচে!

সবুজে হলুদ, আকাশে নীলে
চাক্ষুষ রূপকথা উদ্ভাসে!
রূপচ্ছটায় চোখ ধাঁধায়
জগলুর প্রিয় বাংলাদেশে!

ফুলে ফুলে ওড়ে প্রজাপতি
মৌমাছি গুনগুনায়!
এমন দৃশ্যে বিশ্ব বিস্মে
লেখা আছে কবিতায়।

সর্ষে ফুলের শৈল্পিক নৃত্যে
চকে চকে পড়ে সাড়া!
নানা মানুষ ছবি তোলে
নির্মল আনন্দে আত্মহারা!

প্রকৃতি নারী হলদে পরি
শীতের বাংলাদেশে!
সর্ষে ফুলের গুনকীর্তনে মাতে
পর্যটক নির্বিশেষে!

ক্ষেতের আলে দাঁড়িয়ে কৃষক
সোনালি স্বপ্ন বোনে!
মন প্রজাপতি ডানা মেলে
খুশির সুনীল গগনে!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।