তুমি অপরাজেয় এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৯:২২ এএম, ২০ ডিসেম্বর ২০২২

নীরবতা ভেঙেছো গোলাপ
সিল্কি কাপড়ে অনেক সুন্দর হয়েছো তো
তোমাকে সাজিয়েছে—কীভাবে বলি—
এ জ্যোৎস্নাবাগান স্বর্গ করেছে আজ
হৃদয়ে সমৃদ্ধ সোপান গড়ে।

তুমি কমলা হতে গিয়েছিলে
তুমি নীল হতে চেয়েছিলে
তোমার গন্ধে মৌমাছিরা জোটে
মানুষেরা যায় আসে।

নীরবতা ভেঙেছো গোলাপ
তাই, তুমি আজ অপরাজেয়।

****

নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো

ইচ্ছা একটি চিরন্তন তৃষ্ণা
ইচ্ছের সীমা নেই
তৃষ্ণার শেষ নেই।

ইচ্ছাশক্তি সাফল্যের বৃহত্তম মুকুট
হৃদয়ের সেরা স্পন্দন।

বিষ হজম করে নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো।

****

নীল-দিগন্ত

নীল-দিগন্তের দিকে চোখ রাখলাম,
একজোড়া চিল, একঝাঁক শালিক
এলোমেলো মেঘ, একটু বৃষ্টি
ভাস্কর্য মূর্তি—একটি মানচিত্র
আমার কল্পনার কাছাকাছি।

আজ আমাকে নাড়া দেয়,
গ্রীষ্মের বাতাসের মতন
ঢেউয়ের সাগরের মতন।

****

শোনো, উত্তর দাও

এই যে মনমাধুরী, শোনো, উত্তর দাও
উদার আকাশের নিচে একাই থাকবে?

কাছে গেলে কি খুব ক্ষতি হবে তোমার?
খুব কাছে গেলে খুব রাগ করবে?

****

বৃষ্টিভেজা গোলাপ

বৃষ্টিভেজা গোলাপ,
ফুলের চুম্বনে প্রতিটি ফোটা
কোমল, সরল, আবেগপূর্ণ
আমাকে আনন্দে আপ্লুত করছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।