সুবীর সরকারের একগুচ্ছ কবিতা


প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

অ আ ক খ

ভাষাদিবসের ভোরে কপাল থেকে সরিয়ে দিই
                         চুল
ফিরিয়ে আনতে চাও প্রভাতফেরি!
পাতায় পাতায় আঠা মাখছে
               অ আ ক খ

গসপেল
১.
চাঁদের আলোয় পেঁয়াজখেত। গসপেল থেকে
খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে তুলে আনি
হাজার হাজার চা-চক্র আমাদের
সাঁতার জানি। তবু ভয়; ডুবে যাবো না
                     তো
২.
জনপদে, মাঘের সন্ধ্যায়
গেরস্থালি ঘিরেছে বাজার
সেই বুড়ো ভালুকের গল্প
প্লিজ, তথ্য লুকোবেন
            না

হিম

হালকা হিম। হেমন্ত চেনা যায় কেবল ফসল
                       দিয়ে
কেমন পুরুষ! বুকে পিঠে পেশি নেই!
পুঁতে রাখা পাপ, স্তরে স্তরে
অতলান্ত সব হাওড় বাঁওড়
বন্ধ চোখ ঘিরে নেমে আসে
                মেঘ

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।