এম এ রহমানের একডজন হাইকু

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ নভেম্বর ২০২২

১.
অব্যক্ত কথা
জমে জমে বাড়ায়
বিষম ব্যথা।

২.
চারুলতা সে
জড়িয়ে থাকে অঙ্গে
ভালোবাসে যে।

৩.
জীবন রথে
শূন্য পকেট ভরে
হারাব পথে!

৪.
এক গোলাপ
রূপে-গন্ধে আগুন
ভীষণ তাপ!

৫.
প্রেমের তীর
লাগলে হৃদে রক্ত
যদিও বীর।

৬.
হৃদয় ছুঁই
বাস্তব চোখ রাঙে
আবেগ ধুই।

৭.
স্বার্থের চোখে
বিতৃষ্ণা ভরে থাকে
হৃদ অসুখে।

৮.
মানুষ সে-ই
আঁধারে চোখে দেখে
তুষ্ট অল্পেই।

৯.
মনের দেহ
ভিতরে কত পুড়ে
জানে না কেহ!

১০.
সময় রথ
বিপরীত চলকে
দেখায় পথ।

১১.
স্বপ্নতে বাঁচি
এটুকু না থাকলে
কী করে নাচি!

১২.
বকুল ফুল
যদিও শুকিয়ে যায়
গন্ধ তুমুল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।