গুহাচিত্র এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২

গুহাচিত্র

এক লুকানো গুহায় দেওয়ালচিত্র
পিঁপড়ে আর চামচিকার বসবাস।

পাখি আঁকা, নদী গাছপালাও আছে তাতে
উবুড় হয়ে বাঁদুড়ের দল
শতাব্দী-প্রাচীন রেখায় আঁকা, ভেঙে গেছে দেওয়াল
এবড়োখেবড়ো আঁকাগুলো

যেন ক্ষত-বিক্ষত।

দেওয়ালে হঠাৎই আবিষ্কার করলাম মানুষের খুলি
চন্দ্রাহত আলোয়—এ ভ্রান্তি নাকি মরীচিকা।

****

গোলাপ ডাকেনি

আমার জীবনে একটা গোলাপ ছিল
পাপড়িও ছিল এবং ঘ্রাণও ছিল।
শুকিয়ে গেছে কয়েক প্রজন্ম তার
হাক ছেঁড়ে কেঁদেছি অনেকবার
কিন্তু থেকেছি অবহেলায়
ডাকেনি গোলাপ।

সুরাসক্ত জীবনের দিকে ফিরেছি আবার।

****

অবিশ্বাসের স্মৃতিরা

যেখানে তুমি হারিয়ে গিয়েছিলে সেখান থেকেই
ঘরে ফিরেছি
অনেক স্মৃতি ভাসে, কিন্তু মনে নেই
আমি জানি,
অবিশ্বাসের স্মৃতিদের মনে করতে নেই।

এক বছর পর
অর্ধযুগ পর
বারো বছর পর
স্মৃতিরা আবছা হয়েছে,
জানি, অবিশ্বাসের স্মৃতিদের ডানা দিতে নেই
যা চলে যায় তা চলেই যায়
ছোড়া-তীর আর ফিরে আসে না!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।