বিমানেশ বিশ্বাসের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

বিশিষ্ট শিল্পী বিমানেশ বিশ্বাসের ‘নিসর্গ সুন্দরী’ শীর্ষক একক প্রদর্শনীটি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো’তে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।  

উদ্বোধনী অনুষ্ঠানে অনিসুজ্জামান বলেন, অ্যাক্রিলিক এবং জল রং দিয়ে নিসর্গ সুন্দরী প্রদর্শনীটির ছবিগুলো আঁকা হয়েছে। বিমানেশ তার ছোট বেলায় এস এম সুলতানকে কাছে পেয়েছিলেন। সমৃদ্ধ ও শক্তিশালী সুলতানের কাছ থেকেই সে পথচলার শক্তি পেয়েছে। আমি এই প্রদর্শনীর সাফল্য কামনা করছি।

Biman
 
চিত্র কর্মে বিমানেশ বিশ্বাস গ্রাম, নদীর তীর, খাল-বিল, শ্বাসমূলের সুন্দরবনকে তুলে ধরেছেন।
 
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রদর্শনীর ছবিগুলো দেখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তারানা হালিম।

Biman
 
শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা খোলা থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনী চলবে।  

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।