জবির বাংলা বিভাগে মহাভারত বিষয়ক সেমিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে একক বক্তৃতা দিয়েছেন পুরাণ বিশেষজ্ঞ ড. শামিম আহমেদ। তিনি কলকাতার বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক।
২৮ আগস্ট বাংলা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী। উপস্থাপনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোছা. শামীম আরা।
‘বিষাদ বিন্দু’ খ্যাত ড. শামিম আহমেদ পুরাণ বিষয়ক বিশেষজ্ঞ। তার বিখ্যাত গ্রন্থ মহাভারতে দ্রৌপদী, মহাভারতে গুপ্তহত্যা, মহাভারতে নাস্তিকতা, মহাভারতে বিবাহ, মহাভারতে যৌনতা প্রভৃতি।
এ ছাড়া তার মৌলিক রচনা আখতারনামা, সাত আসমান, কলকাতায় গালিব উল্লেখযোগ্য। তার বেশকিছু বই পাঠকপ্রিয় হয়েছে।
‘মহাভারত: প্রসঙ্গ রাজনীতি ও নৈতিকতা’ শিরোনামে তিনি বক্তব্য উপস্থাপন করেন। নান্দনিক এ উপস্থাপনায় বাংলা বিভাগ ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসইউ/জিকেএস