সাংবাদিক ও কথাশিল্পী নাহিদের নতুন বই পঞ্চনরক
সাংবাদিক ও তরুণ কথাশিল্পী মুস্তাফিজুর রহমান নাহিদ এবার তার নতুন উপন্যাস ‘পঞ্চনরক’নিয়ে পাঠকের কাছে হাজির হচ্ছেন। অমর একুশে বই মেলায়-২০১৬ তে পাওয়া যাবে তার এই নতুন উপন্যাস । বইটি প্রকাশ করছে কুঁড়েঘর প্রকাশনী। আর প্রচ্ছদ এঁকেছেন জাহেদুর রহমান রবিন। বইটি পাওয়া যাবে মেলার কুঁড়েঘর প্রকাশনীর ৪১৭ এবং ৪১৮ নম্বর স্টলে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন পোর্টাল দ্য রির্পোটের স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে।
উপন্যাসটি প্রসঙ্গে জানতে চাইলে প্রকাশক শামিম রহমান আবির জাগো নিউজকে বলেন, তরুণ প্রগতিশীল মুস্তাফিজুর রহমান নাহিদের উপন্যাসের গল্পে আমি সত্যিই মুগ্ধ। তার গল্পে জীবনবোধ, বাস্তবতা আর ভালোবাসা মিলেমিশে একাকার। উপন্যাসে নেই কোন চরিত্রের বাড়াবাড়ি, নেই জটিলতা। তাই আগ্রহ নিয়ে বইটি প্রকাশ করলাম। আশা করি পাঠক বইটি থেকে নতুন কিছু পাবেন। সাংবাদিকের দৃষ্টি দিয়ে তিনি এই সমাজকে সুনিপুণভাবে তুলে ধরেছেন। তার লেখনি অত্যন্ত সাবলিল।
অন্যদিকে বইটি নিয়ে মন্তব্য চাইলে লেখক মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, সৃষ্টির সাধনায় নিমগ্ন আমি। আমার সৃষ্টি আমার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক। পাঠক হিসেবে জীবনে অনেক লেখকের বই পড়েছি। বারবার পড়েছি এমন বইয়ের সংখ্যাও অনেক। কিন্তু আমার লেখা স্বতন্ত্র বৈশিষ্ট্যে অনন্য। চেষ্টা করেছি ভালভাবে তা লেখার জন্য বাকিটা পাঠকের হাতে ছেড়ে দিচ্ছি। কারণ লেখক তৈরি করেন পাঠক। তারাই বলতে পারবেন কেমন লিখেছি। পাঠকদের অনুরোধ করব নতুন লেখহের বই কিনতে। তরুণদের হেলা করা ঠিক নয়। মনে রাখতে হবে আজকে যারা বড় বড় লেখক তারাও একদিন তরুণ ছিলেন। তরুণরা কেমন লেখে সেটা না পড়লে সমালোচনা করবেন কেমন করে।
এইচএস/এআরএস/এমএস