অতন্দ্র ফাউন্ডেশন সম্মাননা পেলেন শফিক রিয়ান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২২ জুলাই ২০২২

অতন্দ্র ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় সম্মাননা পেলেন তরুণ লেখক শফিক রিয়ান। ২২ জুলাই রাজধানীর একটি মিলনায়তনে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক তুলে দেন অতন্দ্র ফাউন্ডেশনের সিইও এবং সভাপতি সৈয়দ মো. মোফাস্সাল। সম্মাননা গ্রহণ করার সময় তিনি লেখালেখির পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, লেখক শফিক রিয়ান একজন সংগঠক। তিনি ৫ বছর ধরে যুক্ত আছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। বর্তমানে তিনি সমাজসেবামূলক সংগঠন ‘অনির্বাণ’র সভাপতির দায়িত্ব পালন করছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতাও তিনি।

এ ছাড়া তার তিনটি উপন্যাস যথাক্রমে ‘মেঘ বিষাদের দিন’, ‘বিধ্বস্ত নক্ষত্র’ এবং ‘আজ রাতে চাঁদ উঠবে না’ প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম। এ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।