বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১১ জন


প্রকাশিত: ০৬:১০ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। দশটি ক্যাটাগরিতে এবার মোট ১১ জনকে চূড়ান্ত করে তাদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির সভাকক্ষে নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

ক্যাটাগরি ও পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায়- আলতাফ হোসেন, কথা সাহিত্যে- শাহীন আখতার, প্রবন্ধে- আবুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অনুবাদে- আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে- তাজুল মো., আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে- ফারুক চৌধুরী, নাটকে- মাসুম রেজা, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে- শরীফ খান এবং শিশু সাহিত্যে- সুজন বড়ুয়া।

মোট পাঁচজন বিচারক চূড়ান্তভাবে এ পুরস্কার মনোনয়ন করে থাকেন। হায়াৎ মামুদের সভাপতিত্বে বাকী বিচারকরা হলেন- সৈয়দ আবুল মাকসুদ, রামেন্দ্রু মজুমদার, করুণাময় গোস্বামী এবং ফখরুল আলম।

আগামী ১ ফেব্রুয়ারি সোমবার বইমেলা উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।