ইকবাল পারভেজের তিনটি কবিতা
এপাশ ওপাশ
জানালার ওপাশে কে যেন লুকিয়ে থাকে
চোখ তুলে দেখি
কার অপেক্ষায় বসে থাকি নিরালায়
জীবনের এপাশ ওপাশ জানালায়।
মুদিত চোখে আকাশ দেখি
ছুঁয়ে দেখি মেঘ
গবাক্ষ বেয়ে খানিকটা আকাশ
ঢুকে গেছে আমার ঘরে
তারাদের সাথে কথা হয় কিছু
মৌন ইশারায়
জানালা গলে চড়ুই ক’টি আসে যায়
ফুরৎ ফুরৎ
আলো-ছায়া আসে সকাল সাঁঝে
আমি করিনি মানা
তোমারও তো এ পথ জানা।
জানালার এপাশ ওপাশ খেলা।
****
ফিরিয়ে দাও
আমাকে আমার দুইশ ত্রিশটি নদী ফিরিয়ে দাও
রেসকোর্স ফিরিয়ে দাও, ভাষণ ফিরিয়ে দাও
সংবিধান ফিরিয়ে দাও
স্বাধীনতা ফিরিয়ে দাও
নূর হোসেনকে ফিরিয়ে দাও
আমার কলেজপড়ুয়া সন্তানকে ফিরিয়ে দাও
পাঠশালা ফিরিয়ে দাও
আদমজী ফিরিয়ে দাও
ধোলাই খাল ফিরিয়ে দাও
জল ফিরিয়ে দাও
ঢেউ ফিরিয়ে দাও
স্লোগান ফিরিয়ে দাও
মিছিল ফিরিয়ে দাও
কবিতা ফিরিয়ে দাও
গল্প ফিরিয়ে দাও
গান ফিরিয়ে দাও
পুঁথি ফিরিয়ে দাও
একতারা ফিরিয়ে দাও
লালন ফিরিয়ে দাও
গোল্লাছুট ফিরিয়ে দাও
বাংলা ফিরিয়ে দাও
আমাদের জীবন ফিরিয়ে দাও
নতুবা তোমার পতাকা ফিরিয়ে নাও।
****
জাতিসংঘ
মান্যবর মহাসচিব
আপনি আমাদের ঈশ্বর
আলেকজান্ডার দ্য গ্রেট
বিশ্ব আপনার মুঠোয়
আপনার আছে পাঁচ খলিফা
পঞ্চপাণ্ডব
ভেটো ক্ষমতার অধিকারী
মাননীয় মহাসচিব
আপনার নিশ্চয়ই মনে আছে
আব্রাহার হস্তিবাহিনীকে কীভাবে
পাথর ছুঁড়ে মেরেছিল আবাবিল
এখন আর আব্রাহা নেই
জনাব আপনার আবাবিলদের নিষেধ করুন
পাথর ছোঁড়া বন্ধ করুন
আজ আর হাতির দল নেই
এখন মরছে মানুষ
কিছু মনে করবেন না মহামান্য
আপনিও আমাদের আদি ঈশ্বরের মতো
ঠুঁটো জগন্নাথ
এসইউ/জিকেএস