জয়নুল ভাস্কর্য উন্মোচন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গত ১৫ জানুয়ারি ২০১৬ শুক্রবার বিকেল ৩.০০টায় জয়নুল ভাস্কর্য উন্মোচন, জয়নুল শিশু চারুপীঠের ৮৭ জন শিশু শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, জয়নুল স্মরণ সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক ভাস্কর শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান। শিল্পাচার্যের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এম.ইউ.জে) সাধারণ সম্পাদক জনাব আতাউল করিম খোকন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ সদস্য ও সভাপতি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জনাব এ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, শিল্পাচার্যের কনিষ্ঠ পুত্র জনাব ময়নূল আবেদিন ও পুত্রবধূ জনাব কহিনূর আবেদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শারমিন জাহান। এছাড়াও ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিবাবকবৃন্দ ও শিশু শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী সংগ্রহশালার হলরুমে সাত দিনব্যাপি অনুষ্ঠিত জয়নুল শিশু চারুপীঠের ৮৭ জন শিশু শিল্পীর ১২৭টি চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন এবং ভাস্কর শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খানের বোঞ্জের তৈরি শিল্পাচার্য়ের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন।
আলোচনা শেষে বিভিন্ন সময়ে সংগ্রহশালায় আয়োজিত চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে ১৬/১২/২০১৫খ্রি. অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম স্থান-খান আশিকুজ্জামান সাদিদ,২য় স্থান-মুঈদ হক মাহী ও ৩য় স্থান-মো: ফারহান আনজুম(তাসিন),খ-বিভাগে-১ম স্থান-মো: মাজহারুল ইসলাম ফাহিম, ২য় স্থান-মোহর বণিক ঋক ও ৩য় স্থান-আর রাফি আনজুম,গ-বিভাগে-১ম স্থান-আনিকা তাসনিম হক ঐশী,২য় স্থান-শেষাদ্রী সান্যাল ও ৩য় স্থান-খন্দকার শাহ্রিয়ার প্রান্ত এবং ঘ-বিভাগে-১ম স্থান-রাকিব আহমেদ,২য় স্থান-মাহ্মুদুল হাসান তনয় ও ৩য় স্থান অধিকার করেছে ফাইজা খন্দকার ।
এইচআর/এমএস