আইসিইউতে কবি রফিক আজাদ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কবি রফিক আজাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে তার বন্ধু, ভক্ত ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, রফিক আজাদ ষাট দশকের অন্যতম প্রধান কবি। রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। রফিক আজাদ বাংলা একাডেমির মাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকার এর সম্পাদক ছিলেন। রোববার পত্রিকাতেও রফিক আজাদ নিজের নাম উহ্য রেখে সম্পাদনার কাজ করেছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।