হাজং ভাষায় 'স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো'
স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো: নির্মলেন্দু গুণ
স্বাধীনতা, এ শব্দরা কিংকা আমলা হুলে
হাজং ভাষায় অনুবাদ : সুজন হাজং
বাংলা: একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
হাজং: একরা কৌবিতৌ লিখা হুব ওদাবেদেন আলজাল হুয়ে লাখে লাখে বাছনেথাকা বাখার ব্যাকৌল বিদ্রৌহী শ্রৌতা বুহিয়া আছে
ভেন থকন জনসমুদ্রলা উদ্যানলা সৈকতনি :
কুমবিলা আহিব কৌবি ?
বাংলা: এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
হাজং : ই শিশু পার্ক ঐদিনা না থাকিবান,
এ গাছলা ফুললাভুরা চাথাল ঐদিন না থাকিবান,
এ ঘুমঘুম জুললিয়া যাওয়া বিলাভাটি
ঐদিন না থাকিবান।
বাংলা: তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
হাজং: তাহুলে কিংকা থাকিবান ঐদিনলা ঐ বিলাভাটিরা ?
তাহুলে কিংকা থাকিবান শিশু পার্কলা, বেঞ্জচি,গাছলা, ফুললা বাগানডা
বাংলা: ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি?
জানি, সেদিনের সব স্মৃতি, মুছে দিতে হয়েছে উদ্যত
হাজং: ঢাককিয়া দেওয়া এ ঢাকালা অন্তললা জমিনদানি?
জানে, ঐদিনলা বেক স্মৃতিরা, মুছিয়া দিবাগে খাড়াহুসে
বাংলা: কালো হাত৷ তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
হাজং: কালা হাত। ওদা দেখিয়া কবিহীনা এ মুখ ফিরালা চাথালনি আজিকা
বাংলা: কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
হাজং: কৌবিলা বিরুদ্দে কৌবি
মাঠলা বিরুদ্দে মাঠ
বাংলা: বিকেলের বিরুদ্ধে বিকেল,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান
হাজং: বিলাভাটিলা বিরুদ্দে বিলাভাটি,
উদ্যানলা বিরুদ্দে উদ্যান
বাংলা: মার্চের বিরুদ্ধে মার্চ … ৷
হাজং: মার্চলা বিরুদ্দে মার্চ
বাংলা: হে অনাগত শিশু,
আগামী দিনের কবি,
হাজং: হে জনম না হুয়ালা ছাউয়া
হে আহিব দিনলা কৌবি,
বাংলা: শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।
হাজং : শিশু পার্কলা রাঙা জলৌয়নি ঝুলিয়া ঝুলিয়া তয়
একদিনা বেক জানিব পাবো; ময়
তোমলা কুথা ভাববিয়া
লিখিয়া রাখিয়া যাবাছে ঐ ভাংঅর বিলাভাটিলা খিরচারা।
বাংলা: সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
না পার্ক না ফুলের বাগান,—এসবের কিছুই ছিল না,
হাজং: ঐ উদ্যানলা রুপরা থাকিবান অন্যজাত।
না পার্ক না ফুললৌ বাগান,-এসব কিছুই না থাকিবৌন,
বাংলা: শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়
হাজং: খালি একটুকরৌ আনাম দিনডা জিরকম,সেইরকম দিগন্তরা বাহিয়া
ধু ধু মাঠরা থাকিবান দূবরানি ঢাকিয়া, সবুজনি আরো বাখার সবুজ।
বাংলা: আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে
হাজং: আমলা স্বাধীনতারা মনের মত সবুজনি আহিয়া মিহিল্লাহ যাছিন
এ ধু ধু মাঠলা সবুজনি
বাংলা: কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
হাজং: কপালনি হাতলা গিঠুনি রাঙাকাপুড় বান্দৌয়া
এ মাঠনি লরদিয়া আহিছে কারখানা থকন হোয়ালা কামলা,
বাংলা: লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক।
হাজং: লাঙল জুয়ালা কারনি নিয়া আহিছিন দলবান্দে লিঙটা চাষী,
পুলিশলা অস্ত্র কাড়িয়া নিয়া আহিসে
সাহসী চিংড়া।
বাংলা: হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
হাজং: হাতলা তালুনি মরণ, চুখনি হপন নিয়া আহিসে আদামাদা সচ্ছল,
একটিপা সচ্ছল, গরীব কেরানী, তিমাদ, বুড়া, নুটি, ভবঘুরে
বাংলা: আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
হাজং: আর তোমলা নকশা হাপাল পাতা-থুবৌগিলা দলবান্দে।
একরা কৌবিতৌ পড়া হুবো,ওদাবেদেন
কীযে ব্যাকৌল
বাংলা: প্রতীক্ষা মানুষের: 'কখন আসবে কবি?’ 'কখন আসবে কবি?’
শত বছরের শত সংগ্রাম শেষে,
হাজং : বাচনে মানগিলৌ: কুমবিলা আহিব কৌবি?
একশৌ বছরলা একশৌ সৌংগ্রাম শেষনি,
বাংলা: রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
হাজং: রবীন্দ্রনাথলা নুকশা সাহসী পথবিড়িয়া
ওলাপরে কৌবি আহিয়া জনতালা মঞ্চনি
খাড়াহুসে ।
বাংলা: তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
হাজং: ওবেলা পলকনি বাখারকে ঝলকনি নাওনি উঠিছে পানি,
অন্তরনি লাগিছে দৌলা, জনসমুদ্রনি জাগিছে জোয়ারা
বাংলা: সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
হাজং: হগল দৌর খুলৌ। কৌই থামাবৌ ওলা বজ্রগালালা আওয়াজ ?
ভাংঅর বিলালা মঞ্চরা কাপপিয়া কৌবি হুনাছে ওলা অমর-কৌবিতারৌ:
বাংলা: 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
হাজং: ইবারলা সৌংগ্রাম আমলা মুক্তিলা সৌংগ্রাম
ইবারলা সৌংগ্রাম স্বাধীনতালা সৌংগ্রাম।'
বাংলা: সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের
হাজং: ওবেলা থকন স্বাধীনতা শব্দরা আমলা
এসইউ/জিকেএস