কবি আল মাহমুদ হাসপাতালে


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১০ জানুয়ারি ২০১৬

কবি আল মাহমুদ অসুস্থ। তাঁকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন কবির ছেলে শরীফ মাহমুদ।

কবির তত্ত্বাবধায়ক ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর আব্দুল হাই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থ কবিকে হাসপাতালে দেখতে যাওয়া চৌধুরী প্রডাকশনের এসএম সাইফুল ইসলাম শনিবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত দু’দিনের তুলনায় আজ তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। যৎসামান্য কথাও হয়েছে।’

কবির ছেলে শরীফ মাহমুদ জানান, ‘গত ৬ জানুয়ারি বাবা ঠাণ্ডা ও জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর ৭ জানুয়ারি বিকেলে আমরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। তাদের অনুমতি পেলেই বাবাকে বাসায় নিয়ে যাব।’

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।