অন্যরকম যুদ্ধ এবং ১০৮টি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২১ জানুয়ারি ২০২২

ইকবাল পারভেজ

অন্যরকম যুদ্ধ

মানুষে মানুষে যুদ্ধ দেখেছি বারবার
অস্ত্র গোলাবারুদ ঢাল তলোয়ার
জিতেছে মিত্রবাহিনী
শিকল পরেছে পরাজিত দল

যুদ্ধের পেছনে উস্কানি থাকে
ভেতরে থাকে ধর্ষণ লুটতরাজ
অজ্ঞাত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি এবার
নেমেছে সেনাবাহিনী পুলিশ ভলান্টিয়ার আর ডাক্তার
কেউ গুলি ছোড়েনি বোমা মারেনি
ধর্ষণে কাঁপিয়ে তোলেনি হাবিয়ার দোজখ

যুদ্ধ দেখলাম নিরুত্তাপ
মানুষ মরলো কোটি নিষ্পাপ

কেউ জেতেনি কেউ হারেনি

****

১০৮টি কবিতা

১০৮টি কবিতা আমার
সেই সব কবিতাসমূহ শোনাতে হল ভাড়া করলাম একটি
অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেল মুহূর্তে

কেউ আসেনি
সারি সারি আসন
সমস্ত আসন কিনে নিয়েছে কেউ একজন
আমি উপস্থিত শূন্য সমাবেশকে কবিতা শোনালাম
পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাততালি পেলাম

একটি কৃষ্ণচূঁড়াকে কবিতা শোনালাম
ক’টি ফুল ঝরে পড়লো
রাজপথ রক্তরঞ্জিত হলো

একটি নদীকে কবিতা শোনাতে চাইলাম
নদী আমাকেই একটি কবিতা শুনিয়ে দিলো

কবিতা পাঠ থেকে নদী পাঠ জরুরি আজ

প্রিয়াকে কবিতা শোনাতে চাইলাম
সে রইলো নিরুত্তর

তবুও আমি কবিতা পাঠ করে চলেছি নিরন্তর

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।