নোবেলজয়ী সাহিত্যিক নাডিন গর্ডিমার আর নেই
নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান সাহিত্যিক, রাজনৈতিক কর্মী এবং বর্ণবাদবিরোধী নেত্রী নাডিন গর্ডিমার আর নেই। রবিবার সন্ধ্যায় জোহানেসবার্গে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৯০ বছর বয়সী এই সাহিত্যিক। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।
১৯২৩ সালের ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তিনি। মানবতাবাদী সাহিত্যকর্মের জন্য ১৯৯১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার এবং ১৯৭৪ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন নাডিন গর্ডিমার।তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে দ্য কনজারভেশনিস্ট, জুলাইস পিপল।