গোপন প্রেম এবং কৃষ্ণবিবরের খামে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৯ নভেম্বর ২০২১

ইকবাল পারভেজ

গোপন প্রেম

চিঠির যুগ শেষ

বর্ণমালা এখন মুঠোফোন স্ক্রিনে
খুঁজে চলে নির্দিষ্ট অবয়ব
ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা অনেক
চুম্বন হতে পারে নিরাপদ মাধ্যম

তোমার দেওয়া নম্বরে কতবার চিঠি পাঠিয়েছি
বারবার সংযোগহীন তুমি, বারবার ব্যর্থতা

একদিন দেখি এ আমার নিজেরই ঠিকানা
দুঃখ পাইনি কিছু

এখন আমি নিজের সাথে নিজেই কথা বলি গোপন
আমিই প্রেমিক
আমিই প্রেমিকা।

****

কৃষ্ণবিবরের খামে

চাঁদের নিজস্ব আলো আছে
আমরা বলি পূর্ণিমা

মানুষেরও আলো থাকে
আমরা বলি আলোকিত মানুষ

যাদের আলো নেই
তারা ভূত
চোখ বন্ধ করে কেউ কেউ
বুঁদ হয়ে থাকে
আলো হারিয়ে চাঁদ একদিন
অমাবস্যায় নিমজ্জিত হয়

আলোকিত মানুষও নিভে যায়
সড়কবাতির মতো
তখন অন্ধকারে ডুবে থাকে পথ
কৃষ্ণবস্তুতে পরিণত হয় মানুষ

আলো ও অন্ধকার হারিয়ে যায়
কৃষ্ণবিবরের খামে

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।