সৈয়দ ইফতেখারের দুটি কবিতা

সৈয়দ ইফতেখার
সৈয়দ ইফতেখার সৈয়দ ইফতেখার
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৫ নভেম্বর ২০২১

প্রমা

আজ তোমার কাছে হেরে যেতে চাই
তুমি জিতে গিয়ে, যে হাসি আনন্দ প্রকাশ করবে—
তা-ই অধমের স্বর্গসুখ!

ব্যপদেশ বাদ দিয়ে একদিন এসো...
রাতের ঝিঁঝিঁ পোকার ডাকের সঙ্গে সঙ্গে তাল-লয় খেলা করে,
তনুজুুড়ে উষ্ণতা!
মহীয়সী, তোমার না ভালো লাগে ‘ক্রিকেট’!

****

কপটতা

অনেকেই হয়তো অপছন্দ করেন
কাউকে ব্যতীপাত করে মরতে চাই না।

অনেকে আজ হয়তো মনে রেখে ক্ষোভ—
ভারসাম্য ইষ্টাপত্তি!

ভেতরে বিষ পুষে সরলতার কাব্য আঁকেন
উপাসনার গানও গান
দিনের পর দিন কোলাহলে,
জমান অর্থের আর্তনাদ।

মাটির ব্যবধান বাড়ে
বালুর বিন্দু থেকে বিন্দু পৃথক হয়
আবার ইটের অট্টালিকায় চাপা পড়ে কলুষ
অসম্মানের পল্লিতে জমে শীৎকার।

পবিত্র রক্তে অশুচি বন্দনা...

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।