সম্মাননা পেলেন কবি ও গবেষক আজাদুর রহমান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

‘প্রয়াস সম্মাননা’ পেলেন কবি-বিজ্ঞানী-লালন গবেষক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ড. আজাদুর রহমান। ২৯ সেপ্টেম্বর বিকেলে বগুড়ার সোনাতলায় বঙ্গবন্ধু মিলনায়তনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শিল্প-সাহিত্য ও সংস্কৃতি পরিবার ‘প্রয়াস’ শিল্প-সাহিত্য-গবেষণা ও মূল্যবোধ চর্চায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়।

প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। উত্তরীয় পরিয়ে দেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ গোস্বামী ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল। সম্মাননাপত্র দেন প্রয়াস সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত ড. আজাদুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, সংস্কৃতি পর্ষদের যুগ্ম আহ্বায়ক ছানাউল ইসলাম রিজু, আলোর প্রদীপের চেয়ারম্যান এমএম মেহেরুল।

আরও বক্তব্য রাখেন সাকি সোহাগ, সাজেদুর আবেদীন শান্ত, শাহনেওয়াজ শিহাব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম শাকিল।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।