হাসান আজিজুল হকের চিকিৎসায় বিএসএমএমইউ’র মেডিকেল বোর্ড

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ আগস্ট ২০২১

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড করা হয়েছে। রোববার (২২ আগস্ট) সকালে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

তিনি বলেন, শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কেবিন ব্লকের ২২০ নম্বর কেবিনে ভর্তি করা হয় হাসান আজিজুল হককে।

hasan1

এর আগে শনিবার সকালে তাকে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. অধ্যাপক মীর জামালাউদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

অধ্যাপক মীর জামালউদ্দিন শনিবার রাতে জাগো নিউজকে জানান, ৮৩ বছর বয়সী হাসান আজিজুল হক হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা প্রয়োজন। মেডিকেল বোর্ড ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে

এমইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।