স্ফুলিঙ্গের আত্মকথন ও অন্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৩ মে ২০২১

আবু আফজাল সালেহ

স্ফুলিঙ্গের আত্মকথন

মানুষের নিশ্বাসে দুর্গন্ধ
আস্থাগুলো দগ্ধ ক্লান্ত কুহু-কুহু
সিঁদুরে রামধনু বিপদ নেমে আসছে ধীরে।
আমার কিছু বলার আছে, সে সুযোগ দাও,
বন্দুক ও গুলি আমারই তৈরি
নাগাসাকি-হিরোশিমার বোমাও আমার তৈরি।
আমারও কিন্তু শক্তি আছে
স্পর্শবিহীন শক্তি
কৃষ্ণচূড়ার মতো রক্তজবার মতো শক্তি নিয়ে আমি স্ফুলিঙ্গ
তোমাদের নিশ্বাসে দুর্গন্ধ
ব্যাঙের মতো নিরীহ মুখে কপটতা তোমাদের
মন আর মুখ রেললাইনের মতো সমান্তরাল।
বি-বাড়িয়া এখন তপ্ত মশুল
ঢাকার খেলার মাঠে কালোধোঁয়া
মেঘনা-কর্ণফুলীতে লাশ তেল
রামপাল মরীচিকা সুন্দরবন আগুন।

আমি বলতে চাই, আগেও শুনতে চাওনি
আমি স্ফুলিঙ্গ ঘর্ষণ থেকেই সৃষ্টি হই
তারপরেই রেখে দেই পোড়ামাটি ছাই গন্ধ
হিরোশিমা নাগাসাকি বাগদাদ
তোমাদের মনে নেই?
‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে’
প্রকৃতিও প্রতিশোধপরায়ণ।

****

ক্ষমতা ও পাগলাঘোড়া

ক্ষমতা দেবতাতুল্য
ক্ষমতাবানরা শুধু নিজেরই খোঁজ রাখে
শুধু বোঝে ক্ষমতার প্রয়োগ-অপপ্রয়োগ।
সীমাবদ্ধতাগুলো কিন্তু কুয়োর ব্যাঙের মতোই নিরীহ
চিরন্তন মূলস্রোতে ফিরে আসার প্রতীক্ষার শেষ সময়
দেখা হয় না বারবার।
তবুও ক্ষমতা ছোটে পাগলাঘোড়ার ন্যায়।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।