জেরুসালেম আমাদের

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ এএম, ২০ মে ২০২১

তোমার জন্য, হে প্রার্থনার শহর, তোমার জন্য প্রার্থনা করি
তোমার জন্য, হে শোভাময়ী বসতভূমি, হে সব শহরের মাঝে গোলাপ
হে জেরুসালেম...হে জেরুসালেম...হে প্রার্থনার শহর, আমরা তোমার জন্য মুনাজাত করি

আমাদের চোখ তোমার পানে, নিত্যদিন
ঘুরে বেড়ায় তোমার উপসনালয়ের জলসাঘরে
জড়িয়ে ধরে পুরানো গির্জেগুলো
এবং অশ্রুতে ভিজে ওঠা মসজিদগুলো

হে মিরাজের রজনীতে ঊর্ধ্বলোকে যাবার পথ
আমাদের চোখ নিত্যদিন তোমায় খুঁজে, আমরা তোমার জন্য প্রার্থনা করি

গুহায় জন্মানো শিশু আর তার মা মারিয়ামের চোখ অশ্রুসজল
অশ্রুসজল হয়...বাস্তুহারাদের জন্য
পরিবার ও ঘরবাড়ি হারানো শিশুদের জন্য
তাদের জন্য যারা প্রতিরক্ষাযুদ্ধ করেছে তোমার ওপর শকুনের ছোবলের
এবং শহীদ হয়েছে তোমার ফটকে।
যারা শান্তি রক্ষার জন্যে শহীদ হয়েছে শান্তির শহরের

কিন্তু ইনসাফের পরাজয় হয় তোমার জমিনে

যখন পতন হয় পবিত্র শহরের
ভালোবাসা নিহত হয় আর পৃথিবীর হৃদয়ে বেজে ওঠে যুদ্ধের ডঙ্কা

গুহায় জন্মানো শিশু আর তাঁর মা মারিয়ামের চোখ অশ্রুসজল হয়ে ওঠে
আর আমরা প্রার্থনা করি

ভয়ানক গজব আসছে...আর আমি পূর্ণ ঈমানে বলিয়ান
ভয়ানক গজব আসছে...অচিরেই দূর হয়ে যাবে সব দুঃখদুর্দশা
সবদিক থেকেই...আসছে
তুমুল স্রোতে...আসছে
সব পথ বেয়ে...আসছে
তুমুল ঝড় হয়ে...আসছে
খোদার অপ্রতিরোধ্য চেহারার মতো...আসছে আসছে আসছে

আমাদের শহরের দরোজা বন্ধ হবে না, আর আমি ধরব মুনাজাত
আমি দরোজাগুলোয় কড়াঘাত করব...এবং খুলে দেব সব দরোজা
আমি ধোব, হে উরদুন নদী, জেরুসালেমের পবিত্র পানি দিয়ে আমার চেহারা
এবং আমি মুছে ফেলব, হে উরদুন নদী,
আমি মুছে ফেলব প্রত্যেক অসভ্যের কদমের ছাপ

ভয়ানক গজব আসছে...তুমুল স্রোতে...আসছে
এবং পরাভূত করবে সব শক্তি
মিটিয়ে দেবে সব দখলদারির জোর

এই ঘরবাড়ি আমাদের...জেরুসালেম আমাদের
আমাদের হাতে আমরা পুনর্নির্মাণ করব পবিত্র শহরের শোভাসৌন্দর্য
আমাদের হাতে আবার ফিরে আসবে জেরুসালেমে শান্তি
ফিরে আসবে শান্তি।

আরবি থেকে অনূদিত
মূল : মাহরজান আল আরজ
তর্জমা : মওলবি আশরাফ

এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।