ফাত্তাহ তানভীর রানার করোনাকালের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২১

করোনাকাল

দহনকালে
এসেছে করোনাকাল;
এ কী হয়েছে মানুষের হাল!
মানুষের নেই কো কোনো ঢাল।
শুকিয়েছে সব বিল-খাল
এখন করোনাকাল।
মানুষের বড়ই আকাল
অবস্থা বেগতিক-বেহাল!
চলছে দহনকাল
এখন করোনাকাল।

****

করোনা মিছিল

মৃতের মিছিলের কথা বলছি না
চারদিকে আক্রান্তের মিছিল!
পরিচিত অনেকের করোনা পজিটিভ
খবর পাচ্ছি নিয়মিত।
না জানি নিজেই কোন সময়ে
নিজেরই অজান্তে;
যোগ দেই সেই মিছিলে!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।