করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৫ এপ্রিল ২০২১

 

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাহিত্যিক বুদ্ধদেব গুহ। প্রথমে একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-র মতো জনপ্রিয় উপন্যাসের এই লেখকের এখন বয়স ৮৬ বছর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুদ্ধদেব গুহ’র বড় মেয়ে এবং গাড়ির চালকও সংক্রমিত। গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো হয়েছে তার, সঙ্গে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও।

আনন্দবাজারকে বড় মেয়ে সম্পর্কে তিনি জানান, ‘দিল্লিতে একা আছে। কেমন আছে, কীভাবে সব সামলাচ্ছে, কে জানে?’

অশীতিপর এই সাহিত্যিক দৃষ্টিশক্তির সমস্যায়ও জর্জরিত।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।