চীনের সাহিত্য পুরস্কার পেলেন বাংলাদেশের তারিক সামিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

বাংলাদেশের কবি তারিক সামিন চীনের আন্তর্জাতিক কবিতা অনুবাদ ও গবেষণা কেন্দ্র থেকে ‘আন্তর্জাতিক সেরা কবি পুরস্কার ২০২০’ লাভ করেছেন।

চীনের আন্তর্জাতিক কবিতা অনুবাদ ও গবেষণা কেন্দ্র (আইপিটিআরসি) ও গ্রিক একাডেমি অব আর্টস অ্যান্ড রাইটিংয়ের যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক সেরা কবি ও অনুবাদক পুরস্কার ২০২০’ অর্জন করেছেন তারিক সামিন।

২০২০ সালের ৩ আগস্ট চীন থেকে প্রকাশিত রেন্ডিশন আন্তর্জাতিক ত্রৈমাসিক কাব্য পত্রিকার (বহুভাষিক) ৯৯তম খণ্ডের ৩ নম্বর সংখ্যায় চীনা ভাষায় অনূদিত পাঁচটি কবিতার জন্য তিনি এ সম্মানজনক পুরস্কার লাভ করেন।

তারিক সামিন একাধারে কবি, লেখক ও আন্তর্জাতিক দ্বিভাষিক সাহিত্যপত্রিকা সাহিত্য ডটকমের সম্পাদক। তিনি ৪টি কবিতা সংকলন, ২টি ছোট গল্প সংগ্রহ এবং একটি উপন্যাস মিলিয়ে ৭টি বইয়ের লেখক। তার কিছু কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে।

তিনি ২০টি দেশের ২২ জন কবির কবিতার সংকলনের বাংলা অনুবাদ করেছেন। গত বছরের ১২ সেপ্টেম্বর ইতালির তুরিন শহরে ‘ইল মেলাটো ডি গাইডো গজানো’ কবিতা প্রতিযোগিতায় বিদেশি ভাষার লেখক বিভাগে ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ লাভ করেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।