খেলাঘরের পাঁচ বিশিষ্টজনের স্মরণ সভা আজ
সর্বোচ্চ পর্যায়ের বিদগ্ধ সংগঠক প্রয়াত পাঁচ বিশিষ্টজনের স্মরণ সভার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। প্রয়াত ব্যক্তিত্বরা হচ্ছেন, বরেণ্য নাট্যব্যক্তিত্ব খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সাবেক সভাপতি আলী যাকের, প্রথিতযশা শল্যচিকিৎসক ও শিক্ষক খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সাবেক সভাপতি প্রফেসর ডা. এ বি এম আলী আকবর বিশ্বাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সায়রা বেগম, সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এবং শিশু সংগঠক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ দুলাল। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ভার্চুয়ালি স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে যুক্ত হবেন নাট্যব্যক্তিত্ব ও কেন্দ্রীয় খেলাঘরের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ, প্রয়াত আলী যাকেরের ছেলে নাট্যশিল্পী ইরেশ যাকের ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। প্রয়াতদের স্মরণ করে আরও আলোচনা করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন ভূঁইয়া ও নাট্যশিল্পী শমী কায়সার। জুম অ্যাপসের মাধ্যমে Kendrio Khelaghor Asor এর ফেসবুক পেজে স্মরণ সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।
এইচআর/এমকেএইচ