বাংলা একাডেমির তিন পুরস্কার পাচ্ছেন যারা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর তিন গুণীব্যক্তিত্ব পাচ্ছেন পুরস্কারগুলো।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন। রোববার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, শাহরিয়ার কবির পাচ্ছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ ও জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তিনটি প্রদান করা হবে।

সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু করেন রফিক কায়সার। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সত্তরের দশক থেকে শিশুদের জন্য লিখছেন গল্প ও উপন্যাস। আর ষাটের দশক থেকে বাংলা সাহিত্যে বিচরণ করছেন কবি জুলফিকার মতিন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।