বিজয়ের মানে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

নাজমুল হুদা    

অপরাজেয় বাংলাদেশের পাদদেশে বসে,
যে তরুণ-তরুণী হাতে হাত রেখে,
স্বপ্ন দেখে সোনালি সংসারের।
তারা কি জানে এই ভাস্কর্যের মানে?
এভাবেই একদিন মেহেদী রাঙা হাতে অস্ত্র তুলে
ঘর ছেড়েছিল দেশের টানে, তারা কি জানে?

এই শাপলা চত্ত্বরের সামনে দাঁড়িয়ে
যে কিশোর হাত নাড়িয়ে পতাকা দেখায়,
সে কি জানে লাল-সবুজের মানে?
কত শ্রমে-ঘামে রক্তের দামে আজ
মুক্ত পতাকা ওড়ে আকাশপানে
সে কি জানে?

সোহওয়ার্দী উদ্যানে আনমনে বাবার হাত ধরে
যেসব শিশু হাঁটে মুক্ত ঘাসে
তারা কি জানে?
একদিন এইখানে লাখো জনতা দুর্বার হয়েছিল
বজ্র আহ্বানে, বিজয়ের টানে
তারা কি জানে?
এই বিজয়ের মানে।

কবি: উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।