ইকবাল পারভেজের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৮ নভেম্বর ২০২০

 

এই বাড়িটি ব্যাংকের নিকট দায়বদ্ধ

প্রিয়া, তোমার কাছে দায়বদ্ধ আমি
আমার পাঁজর-হাড্ডি-মাংস আর হৃদয়
ভাড়া আমি দেই কিছু ভালোবাসা
যদি চাও টাকাও দেবো পর্যাপ্ত
তবু অনুরোধ করছি
উচ্ছেদ করো না আমায়

বলো, আমি কোথায় যাবো এই মধ্যরাতে
আমাকে থাকতে দাও তোমার পালঙ্কে
নচেৎ এই উচ্ছেদের কলঙ্ক রাখবো কোথায়
কথা দিচ্ছি বাড়ির ক্ষতি করবো না
দুপুররাতে মশারি টাঙাতে গিয়ে
দেয়ালে পেরেক ঠুকবো না ঠক্ঠক
বেশি বেশি পানির অপচয় করবো না
বাতি জ্বালিয়ে রাখবো না অযথা
চুন খসাবো না দেয়ালে
চ্যানেল বদলে খবর দেখবো না
নাক ডাকবো না ভোঁসভোঁস
আমি ভাড়াটিয়ার সমস্ত শর্ত মেনে চলবো।

****

সব ছেড়েছি

সুখস্বপ্ন নিয়ে রাতে ঘুমাতে যাই
রাতের অন্ধকারে সেও ঘুমায়
কাকের বাসা ভেঙে তোমার জন্য
দুটি কোকিলের ডিম এনে দিয়েছিলাম
ভেবেছি তুমি কোকিলকণ্ঠি হয়ে গান শোনাবে
অথচ তুমি কর্কশ ভাষায় না বলে দিলে
চোখ না ফোটা, ঘুঘুর ছা এনে দিলাম
ভেবেছিলাম, মধ্যদুপুরে নির্ঘুম হবে
একটি বাঘা কুকুর ছানা চুরি করে এনেছিলাম
তোমাকে পাহারা দেয়ার জন্য
অথচ তুমি পালিয়ে গেলে
কতো কী করেছি
সন্ত্রাসী কাজ-কর্ম আবোল-তাবোল
সারাদিন তোমাদের ছাদে ঘুড়ি উড়িয়েছি
অথচ আমাকে দেখার ভয়ে
তুমি আকাশ দেখোনি
জানালা বন্ধ রেখেছো
বলো, এভাবে কী ভালোবাসা হয়
অধৈর্য হয়ে গেছি
তারপর থেকে আমি সব ছেড়েছি
পাখি-ফুল-আকাশ-নদী-সাঁতার-স্বপ্ন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।