শোকগাথা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৫ আগস্ট ২০২০

নাজমুল হুদা

হৃদয়ের ক্ষত কতটা গভীর হলে
তাকে শোক বলে?
হারানোর হাহাকার, নিশ্বাস কতটা দীর্ঘ হলে
শোকেও আগুন জ্বলে
রক্তের ছোপ কতখানি ছড়ালে
মোছে না চোখের জলে।

স্মৃতি আকড়ে বসে আছে এখনো সেই রক্তাক্ত ইতিহাস
আগস্টের ভয়ার্ত ভোরে,
ঘৃৃণার অনলে নিমেষে নিঃশেষ নীরব সব; শুধু দীর্ঘশ্বাস
বয়ে যায় লাল আর্দ্র ভারি বিষাক্ত বাতাস
গুমোট মেঘে ছেঁয়ে যায় প্রভাতী আকাশ,
মুহূর্তে থমকে যায় পৃথিবী,
ততক্ষণে জাতির ললাটে লেপ্টে গেছে কলঙ্ক দাগ
পিতার রক্তে ভিজে গেছে জমিন; মাতৃভূমির স্নেহের উঠোন।
আত্মার আর্তচিৎকারে কেঁপে ওঠে আসমানী পর্দা
মহাকালের খাতায় লেখা আছে সে কথা, অমর শোকগাথা।

এসইউ/এএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।