খালেদ রাহীর চারটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ জুন ২০২০

১. জীবন

জীবন আর ভালোবাসা এক
অক্ষরের ব্যবধানে একটা অরণ্য

আর এক অরণ্যে তারা বাঘ-হরিণ

হয়তো বাঘ হরিণকে খেয়ে ফেলে
আর নিজের ভেতরে হরিণের ঘ্রাণ
লুকিয়ে রাখে

জীবনের বেলায় এরকমই হয়
হয়ে থাকে!

২. ঈশ্বর

ঈশ্বরের হাতে পেন্সিল—আর তিনি
আমার ভাগ্যরেখা মুছে দিয়েছেন

সেই কবে থেকে দা’র নিচে আহত কৈ
আর আমার সঙ্গিনী লাফিয়ে পুকুরে

ঈশ্বরের হাতে পেন্সিল
এবার বোধহয় তিনি আমার
আয়ূরেখাও মুছে দেবেন!

৩. পুরুষ মানুষের কান্না

গরু’র চোখ ভিজে গেলে
পুরুষ মানুষের কান্না মনে পড়ে

নারী মানুষের কান্না বয়ামবন্দি
করে রাখলেও একটা শব্দ হয়
আর পৃথিবীকে ব্যথিত করে তোলে

পুরুষ মানুষের কান্না গলায়
বড়শি আটকে যাওয়ার মতো
যে টান মারে সে-ও টের
পায় না পুরুষের কতটা ফাটে!

৪. মেয়েটি

মেয়েটি একটা দুপুর চে’ছিলো
কেবলি দুপুর
সূর্য নয়, রোদ ঘিরে ডানার উড়াল নয়

মেয়েটি একটা দুপুর চে’ছিলো
কেবলি দুপুর
একটা দুপুর পেলে হয়তো
সে ঘাসফড়িং হতো
পুরুষ ফড়িংয়ের বুকে মাথা
রেখে ভুলে যেত রক্তজখম

মেয়েটি এখন কানাগলিতে
বিক্রি করে সন্ধ্যার টিকিট!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।