কবি আহমদ আজিজ আর নেই
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলে গেলেন কবি আহমদ আজিজ। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত 'লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : জামালপুর' গ্রন্থের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করে অবসরে ছিলেন। তিনি জামালপুর কবিতা পরিষদের সভাপতি ও সরকারি আশেক মাহমুদ কলেজের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক শোকবার্তায় জামালপুর কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, এই কীর্তিমানের অপ্রত্যাশিত প্রয়াণে জামালপুরসহ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। আমরা জামালপুর কবিতা পরিষদসহ পুরো সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
কবি আহমদ আজিজ ১৮ জুন ১৯৫৯ সালে জামালপুর জেলা শহরের আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এএ