শিশুদের ঈদ অনুভূতি নিয়ে লেখালেখি প্রতিযোগিতা
এবারের ঈদ কেমন কাটলো - এই বিষয়ে শিশুদের ঈদ অনুভূতি নিয়ে লেখালেখি প্রতিযোগিতার আয়োজন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যালাইভা।
ঈদুল ফিতর কেমন কাটলো তা নিয়ে শিশুদের কাছ থেকে তিনশ শব্দের একটি লেখা আহবান করা হয়েছে। প্রাপ্ত লেখাগুলো থেকে সেরা ৫০ জনের জন্য থাকছে বিশেষ পুরষ্কার। এছাড়া বিজয়ীদের নাম ও ছবি প্রকাশিত হবে তাদের অফিসিয়াল পেইজে।
ঈদুল ফিতরের দিন থেকে ৭ দিনের মধ্যে অ্যালাইভার ফেসবুক পেইজে এই পোস্টে কমেন্টস করে লেখা পাঠাতে হবে।
১২ বছরের মধ্যে যে কোন শিশু লেখা পাঠাতে পারবে। কমেন্ট বক্সে টেক্সট আকারে অথবা হাতে লিখে ছবি তুলে লেখা দেয়া যাবে। লেখার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ নিয়েছে। শিশুদের ঈদের আনন্দ অনুভূতির সবার সঙ্গে শেয়ার করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এএ