সিবগাতুর রহমানের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১১ এপ্রিল ২০২০

অহংকার

অর্থ-বিত্ত জনবল আর
পেশীর বড়াই করো না,
দেখো চেয়ে স্রষ্টার আছে
জিকা রুবেলা ও করোনা।

বিজ্ঞাপন

যদি নেমে আসে মর্তে
পারবে না তারে ফেরাতে,
যতই থাকুক শক্তি সাহস
দুনিয়াবাসীর করুণা।

পরাশক্তিও অসহায় আজ
ছোট্ট অণুর কাছে!
বিধাতার খেলা বুঝবে এমন
সাধ্য কার আছে?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভরা যৌবন রূপের বাহার
প্রাসাদ বাড়ি ও গাড়ি,
যতোই তোমার থাকুক না
যেতে হবে সব ছাড়ি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সাদা কালো আর ছোট বড়
ছেড়ে সব অহংকার,
শূন্য হাতেই যেতে হবে
ডাক এলে বিধাতার।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।