মানবিকতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩১ মার্চ ২০২০

সিবগাতুর রহমান

দিনমজুর আর অসহায় যারা
জোটে না দু’মুঠো ভাত,
সময় এসেছে তাদের ’পরে
বোলাতে প্রেমের হাত।

যাদের ঘামে আজকে আমরা
করছি সুখ বিলাস,
চেয়ে দেখো ওই অনটনে তার
মেটে না জল পিয়াস।

তাদের ঘামে তাদের শ্রমে
আমরা তো আছি বেশ,
চেয়ে দেখো তার ভুখা সন্তান
কাটে না দুঃখ-ক্লেশ।

তারা যাচে না বিলাস বিভব
আরাম আয়েশ বিত্ত,
তারা চায় শুধু প্রেমের পরশ
তাতেই নাচে চিত্ত।

আজকের দিনে চল না সকলে
তাদের পাশে যাই,
একসাথে মোরা সকলে মিলে
প্রেমের হাত বাড়াই।

সকলের তরে প্রেম দিয়ে যাই
ঘৃণা কারো প্রতি নয়,
ভালোবাসা দিয়ে সকল বাধা
আমরা করবো জয়।

মানবতা আজ হুমকির মুখে
হাহাকার সবখানে,
ধর্মের বাণী আমাদের প্রাণে
মধুর শান্তি আনে।

ভাই-ভাই হয়ে মিলেমিশে রব
চল মোরা করি পণ,
অপরের তরে নিবেদিত রবে
আমাদের এ জীবন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।