ফিরিয়ে দিলাম তোমায়

হাবীবাহ্ নাসরীন
হাবীবাহ্ নাসরীন হাবীবাহ্ নাসরীন , কবি ও সাংবাদিক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২২ জুলাই ২০১৯

প্রেমিক পুরুষ, আজ ফিরে যাও অন্যদিনে এসো
ভালোবাসা রইলো জমা, সেদিন ভালোবেসো।
যেদিন আমার ভাইয়ের রক্ত ঝরবে না আর পথে
শান্তি নামের মলম যেদিন লাগবে বুকের ক্ষতে
মায়ের চোখের পানি যখন দেবে না অভিশাপ
ভালোবাসা শুদ্ধ তখন, এমন দিনে পাপ!
আমার বাবার কান্না শুনে আকাশটাও কাঁদে
ইচ্ছে করে রোজ মরে যাই, বাঁচার অপরাধে।
বোনরা আমার মরছে যে রোজ পাহাড়-সমতটে
প্রেম-বিরহ নেই প্রয়োজন এমন দৃশ্যপটে।
যেদিন আমার এই পরিবার হাসবে সুখের হাসি
নিজে থেকেই বলবো সেদিন- তোমায় ভালোবাসি!
সবার সুখে ঝলমলিয়ে হাসবে যেদিন দেশও
আজ ফিরে যাও, আজ ফিরে যাও, সেদিন ভালোবেসো।

এখন ভীষণ অস্থিরতার সময়
ফিরিয়ে দিলাম গোলাপগুচ্ছ, ফিরিয়ে দিলাম তোমায়!

এইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।