এবার ঢাবিতে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৭ জুলাই ২০১৯

‘মুক্তিযুদ্ধের নির্বাচিত যত বই, ইতিহাস ধরব তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ ঢাবি শ্রাবণ প্রকাশনী আয়োজিত মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা দুপুর ১টায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অধ্যাপক ড. সাদেকা হালিম (ডিন ঢাবি)।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. জোবায়দা নাসরিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, অতিথি কবি মাজহার সরকার ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান।

শ্রাবণ প্রকাশনী আয়োজিত মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছে গত ৬ মাসে।

এইচআর/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।