কবিদের হাটে কবিতার বিনিময়
দক্ষিণ এশিয়ার ১৮ টি ভাষা, ৪৮ জন কবি, ২ টি মহাদেশ- পোয়েটস ট্রানস্লেটিং পয়েটস প্রকল্পের মাধমে ‘ভার্সস্মুগেল সুইডআসিয়েন’ জার্মান ভাষার কবিগণ মুখোমুখি হবেন। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার কবিগনের সাথে।
যৌথ কর্মশালার মাধমে তারা তাদের নির্বাচিত কিছু কবিতা একে-অপরের ভাষায় অনুবাদ করবেন। গ্যেটে ইন্সটিটিউটের উদ্যোগে বার্লিনের লিটেরাটুরভার্কস্টাট নামক একটি প্রতিষ্ঠানের সহায়তায় এই বিনিময় প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে।
ঢাকায় সেপ্টেম্বরের ২০১৫-এর শুরুতে সপ্তাহ জুড়ে চলা এক কর্মশালায় জার্মান কবি হেনড্রিক জ্যাকসন মুখোমুখি হয়েছেন প্রখ্যাত বাংলাদেশি কবি শাহনাজ মুন্নী এবং কবি সাজ্জাদ শরিফের সাথে। ১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধায় শ্রোতা-দর্শকদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কবিবৃন্দের এই প্রকল্পে তাদের কাজের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্বাচিত কিছু সদ্য অনুদিত কবিতা আবৃত্তি করবেন।
এই প্রকল্পে দুই জন অনুবাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের একজন গ্যেটে ইন্সটিটিউট বাংলাদেশের জার্মান ভাষা শিক্ষক সরফুদ্দীন আহমেদ এবং অন্য জন গ্যেটে ইন্সটিটিউট কলকাতার প্রধান গ্রন্থাগারিক পার্থ প্রতিম চট্টোপাধ্যায়।
কবিবৃন্দের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :
শাহনাজ মুন্নী একাধারে সনামধন্য সাংবাদিক, লেখক এবং কবি। তিনি ১৯৬৯ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। পেশায় একজন সফল টেলিভিশন সাংবাদিক হলেও কবিতা, গল্প, শিশু সাহিত্য এবং প্রবন্ধের বিশটি বইয়ের রচয়িতা।
পুরোনো ঢাকায় কবি সাজ্জাদ শরিফের জন্ম ও বেড়ে ওঠা। তিনি ১৯৮০ দশকের শুরু থেকে কবিতা রচনা করছেন। ভাষা নিয়ে নিরীক্ষা তার প্রিয় বিষয়। গীতিকবিতার পুরোনো শৈলীকে তিনি সাম্প্রতিক প্রকাশভঙ্গিতে রূপান্তর করতে পছন্দ করেন। প্রায় ২৬ বছর যাবৎ তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
কবি হেনড্রিক জ্যাকসন ১৯৭১ সালে জার্মানির ডুসেলডর্ফ এলাকায় জন্ম গ্রহণ করেন। থিয়েটার স্টাডিস, স্লাভিক স্টাডিস এবং দর্শন বিষয়ে বার্লিন শহরে পড়াশুনা করেছেন এবং এখনো এই শহরেই একজন সফল কবি এবং অনুবাদক হিসাবে বসবাস করছেন। প্রায়শই তিনি অন্যান্য কবিদের সাথে নিয়ে আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। এর পাশাপাশি তিনি lyrikkritik.de এর সম্পাদক হিসেবে কাজ করছেন।
এলএ/এমএস