ম্যান বুকার পেলেন অস্ট্রেলীয় লেখক ফ্ল্যানাগান


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৫ অক্টোবর ২০১৪

চলতি বছর ম্যান বুকার পুরস্কার লাভ করলেন অস্ট্রেলিয়ান লেখক রিচার্ড ফ্ল্যানাগান (৫৩)। লন্ডনের গিল্ড হলে মঙ্গলবার রাতে সাহিত্যের এই সম্মানজনক পুরস্কারটির বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। খবর বিবিসির।

কর্নওয়ালের সম্রাজ্ঞী ফ্ল্যানাগানের হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার তুলে দেন। যুদ্ধকালীন প্রেমকাহিনী নিয়ে রচিত ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য এ পুরস্কার লাভ করলেন তিনি।

তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ম্যান বুকার পুরস্কার লাভ করলেন ফ্ল্যানাগান। এর আগে থমাস কেনিলি শিন্ডলারস আর্ক ও পিটার ক্যারে এ পুরস্কার লাভ করেন। এবারই প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সাহিত্য রচনাকারী সব লেখকদের জন্য পুরস্কারটি উন্মুক্ত করা হল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।