শুভ জন্মদিন অধ্যাপক যতীন সরকার
শিক্ষাবিদ-গবেষক-সাহিত্যিক-প্রাবন্ধিক লেখক অধ্যাপক যতীন সরকারের ৮০তম জন্মদিন আজ। ১৯৩৬ সালে ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন সরকার। জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে।
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা সাহিত্যের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দু`বার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া কর্মী, সংগঠক ও অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বহু সংগঠনের। দীর্ঘ ১৮ মাস জেল খেটেছেন বঙ্গবন্ধু হত্যার পর।
১৯৮৫ সালে প্রকাশিত প্রথম বইয়ের নাম ‘সাহিত্যের কাছে প্রত্যশা’। এরপর একে একে প্রকাশিত হয়‘বাংলাদেশের কবিগান’, ‘বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘সংস্কৃতির সংগ্রাম’, মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্লব’, ‘গল্পে গল্পে ব্যাকরণ’, ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’, পাকিস্তানের ভূত দর্শন, ‘দ্বিজাতিতত্ত্ব প্রভৃতি।
‘সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন তিনি। স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কারে ভুষিত হন তিনি।
বিএ