ইলিয়াস কাঞ্চন মুন্নার কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

মায়ের জন্য এলিজি

দরদী নাই দেশে
যে আমায় ভালবাসে,
মোর দুঃখে দুখি যে জন
মোর সুখেতে হাসে।
দরদী নাই দেশে।।

দুনিয়ার সবচেয়ে আপন
মা জননী সেই ধন,
সেই ধন হারিয়ে এখন
পাইনে খুঁজে দিশে।
দরদী নাই দেশে।।

পরকালে বেহেস্তের ঠিকানা
মা-জননীর চরণখানা,
সেই চরণ রাখিও মাগো
ইলিয়াসের কেশে।
দরদী নাই দেশে।।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।