ফুলের গন্ধ আকাশে

সুমনা খান
সুমনা খান সুমনা খান
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

বেদনার রং? শুনেছি নীল!

আকাশ যখন খুব নীল হয় সাথে সঙ্গী হয় সাদা সাদা নরম মেঘ। রাতের আকাশে তারার মতো ফুটে থাকে সাদা জাফরান শিউলি।
শরৎ আসে।

তখন কেন যেন মনে হয়- আকাশের সমস্ত নীল; মেঘের সব শুভ্রতা, পৃথিবীর সকল শিউলী ফুলের গন্ধ মেখে বসে থাকি। বসে থাকি একা অথবা সেই তোমার সাথে!

মনে হতে থাকে এমন একটা রাত যদি পেতাম যে রাতে ফুলের গন্ধে ঘুম আসবে না, ঘুম আসবে না থেকে থেকে ঝরা শিশিরের টুপটাপ শব্দে। টুপটাপ শব্দ ভর করে আসবে সকাল। রাতে ফোটা শিউলি তারায় ভরে যাবে হাতের মুঠো। পায়ের তলায় সজল দূর্বা। দূর্বা জল শুকিয়ে আসে ঝলমলে দুপুর। নদীতে নদীতে কাক চক্ষু জল আর তারই তীরে বক সাদা কাশফুল।
হঠাৎ করেই যেন সূর্য ডুবি..আহ শরৎ! সুতোয় বাঁধা সেই শাপলা শরৎ!

ছোট এ জীবনে অন্তত একবার আসুক এমন কাল। থাকুক না কিছু আকাশ নীল কষ্ট মাথার উপর, বুকের ভেতর!

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।