এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সম্মাননা পাচ্ছেন যারা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮

সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৫ জনকে সম্মাননা দিচ্ছে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ (এসবিএসপি)। প্রতিষ্ঠানটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

এবার সম্মাননা পাচ্ছেন- অনলাইন সাংবাদিকতায় আহমেদ জুয়েল, ছড়া ও কবিতায় অদ্বৈত মারুত, উপন্যাসে সাদাত হোসাইন, গল্পে সালাহ উদ্দিন মাহমুদ ও গীতিকবিতায় এম আর মনজু।

আগামী ০২ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য সম্মাননা’ দেওয়া হবে। প্রত্যেকের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সোনার বাংলা সাহিত্য পরিষদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল ও মুক্তমনা কবি-সাহিত্যিকদের একটি সংগঠন। প্রতিবছরই সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের সম্মাননা দেওয়া হয়।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।