স্মৃতিনিয়া লেখা প্রেম


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৩ আগস্ট ২০১৫

স্মৃতিনিয়া লেখা প্রেম

সাখাওয়াত টিপু

বুঝি বা পথের পরে        
অরূপ কি রূপে ধরে
ধূলি মাখা দেহ মোর         
মৃদু মন্দ ধন্য তোর
    
এই শ্যাম বক্ষে
তরল বলাকে

মরে গেলে নাম নাই, আর
ধ্বনিত রজনী শেষে, তার

হেন রতি বিপরীতে         
লহ সুধা সাতরাতে
জঘন দেহের ভর        
দোলে অঙ্গ নৃত্যপর

ধর তব মক্ষে
অমিত্রা ছলকে

ওষ্ঠ ছিঁড়ে কণ্ঠ ধায়, কার
ললিত শ্রবণে আসে, ধার

মম মৃত্যু এবাকাশে
চাঁদ নাই তারি পাশে
ছায়ার ভেতরে তুমি
জেগে আছে অন্তর্যামী    
    
সম তব তালে
    দাদরা পলকে
    
আরক্ত চুমুর দাগ, সখি
আজ অতীতেই লিখে রাখি!

২২/০৪/২০১৫

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।